নির্বাচনের পরিবেশ তৈরি না হলে সিদ্ধান্ত পরিবর্তন: ফখরুল

এখন পর্যন্ত নির্বাচনের কোনো পরিবেশ নেই অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সুষ্ঠুনির্বাচনের পরিবেশ বলতে যা বুঝায় এখন পর্যন্ত তার কোনো কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। এগুলো বন্ধ না হলে আমাদের সিদ্ধান্ত নিশ্চয়ই পরিবর্তন করবো।’

সোমবার (১২ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম কেনার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘এই স্বৈরাচার সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় বন্দি করে রেখেছে। তারপরও দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফার আলোকে আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বারবার বলছি এই নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের আন্দোলের অংশ।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।