ধানমন্ডিতে দীর্ঘ লাইন শেষ দিনেও

আওয়ামী লীগের মনোনয়ন বিতরণের শেষ দিনেও দীর্ঘ লাইন ধরেছে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা।

সোমবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে ভিড় বাড়তে থাকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সামনে। মনোনয়ন প্রত্যারা দলে দলে মিছিল নিয়ে আসতে থাকে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার শেষ সময়।

৩০০ আসনে নির্বাচন হওয়ার কথা থাকলেও ৪ হাজার ৩৫টি মনোনয়নপত্র বিতরণ করেছে দলটি। নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন শুক্রবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলীয় মনোনয়ন প্রত্যাশীরা বুধবার (১৪ নভেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এই সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকার নেবেন দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা ও বোর্ডের অন্যান্য সদস্যরা।

বোর্ডের অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও রাশিদুল আলম।