খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে ৫ নেতা

কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেছেন বিএনপির পাঁচজন শীর্ষ নেতা। সোমবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন তারা।

বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী ।

তারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, জমির উদ্দীন সরকার ও মির্জা আব্বাস।

গতকাল রবিবার (১১ নভেম্বর) ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ সোমবার (১২ নভেম্বর) ৩টি আসনে নির্বাচনের জন্য সাবেক এই প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়ন ফরমও কেনা হয়েছে। ফরমে তার স্বাক্ষর এবং নির্বাচন বিষয়ে দলের প্রধানকে অবহিত করা হতে পারে বলে জানা গেছে।

এছাড়াও ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের মতামত এবং সিদ্ধান্তের একটি সারসংক্ষেপ তৈরি করেছে বিএনপি। সেটিও খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হতে পারে বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।