মনোনয়ন জমায় সময় বাড়ালো আ.লীগ

শেষে মুহূর্তে মনোনয়ন জমায় ভিড় লেগেছে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। মনোনয়ন জমা দেয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা।

দীর্ঘ ভিড়ের কারণে জমা নেয়া সময় বাড়িয়েছেন দলটি। রাত ১০টা পর্যন্ত মনোনয়ন জমা নেয়া হবে বলে জানিয়েছেন দলটি উপ-দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া।

এর আগে সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার শেষ সময় বেধে দিয়েছিলো দলটি।

প্রসঙ্গত গত শুক্রবার বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করে। ৩০০ আসনে নির্বাচন হওয়ার কথা থাকলেও ইতি মধ্যে ৪ হাজারের ওপরে মনোনয়নপত্র বিতরণ করেছে দলটি।

আগামী বুধবার (১৪ নভেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করবেন দলের মনোনয়ন বোর্ডের সভাপতি দলীয় প্রধান শেখ হাসিনা।