সরকারের কথায় নির্বাচনের তারিখ পেছানো হয়েছে : কাদের সিদ্দিকী

আবদুল কাদের সিদ্দিকী

সরকারের কথায় নির্বাচনের তারিখ পেছানো হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘সরকার ভোট নিয়ে যাবে, এমন সংশয় দেখা দিয়েছে।’

আজ মঙ্গলবার দুপুরে মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক থেকে বেরিয়ে এসে তিনি এ কথা বলেন।কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে হওয়া নিয়ে সংশয় রয়েছে। যেহেতু লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের তারিখ পেছানো হয়েছে সেটি সরকারের নির্দেশে। বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনে অংশ নিতে না পারেন সেজন্য এ তারিখ পেছানো হয়েছে।’

দুপুর ১২টায় শুরু হওয়া জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ড. কামাল হোসেন। এতে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।