বানচালের ষড়যন্ত্রে বিএনপিসহ ঐক্যফ্রন্ট নির্বাচনে এসেছে

আসন্ন একাদশ সংসদ নির্বাচন বানচাল করার জন্যই বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টে নির্বাচনে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার প্রতিক্রিয়ায় ধানমন্ডির ৩/এ-তে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

বিফ্রিংয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখন মনে হচ্ছে নির্বাচন বানচালের জন্য বিএনপিসহ ঐক্যফ্রন্ট নির্বাচনে এসেছে, আজকের নাশকতার ঘটনা তার টেস্ট কেস।’

তিনি বলেন, ‘আমরা ২০০১ সালে যা করেছি, ২০১৪ সালে যা করেছি আবারও আমরা সেটাই করবো। তাদের উদ্দেশ্য মনে হচ্ছে আজকের ঘটনা নির্বাচনে যাওয়া নয়, তারা নির্বাচন বানচাল করতে চায়। তারা জনপ্রিয়, জননন্দিত শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে চায়। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য।’

ঐক্যফ্রন্টের নামে অনেকেই তাদের সঙ্গে যোগ দিয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘তাদের স্বরূপ এবার উন্মোচিত হলো পল্টনে পুলিশের উপর সাঁড়াশি হামলার মধ্য দিয়ে। প্রকাশ্য দিবালোকে তারা এভাবে হামলা করে পুলিশের গাড়ি পুড়িয়েছে। পুলিশে সেখানে নীরব দর্শক।’