‘সরকারি দলের হেলমেটধারীরা এ হামলা করেছে, এরা হচ্ছে এজেন্ট’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকের এই হামলার জন্য সিইসি এবং ইসি সচিবরাই দায়ী। তাঁদের প্রত্যক্ষ নির্দেশেই বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এই হামলা পরিকল্পিত। এছাড়া পুলিশের কতিপয় সদস্য এ হামলার ঘটনায় জড়িত ছিল।

বুধবার(১৪ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘‘ব্লেম গেম’ এর অংশ হিসেবেই সরকারি দলের হেলমেটধারীরা এ হামলা করেছে, এরা হচ্ছে এজেন্ট। নিজেরাই পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে।’

তিনি জানান, আজকের এই হামলার ঘটনায় পুলিশের গুলিতে বিএনপির ৫০ নেতা-কর্মী আহত এবং গুলিবিদ্ধ হয়েছে।

তিনি আরও জানান, বুধবার বিকেল চারটা পর্যন্ত ফরম বিক্রি হয়েছে ২৭৭টি। জমা হয়েছে ৩৩৭টি। দুপুরে তিন ঘন্টা ফরম বিক্রি বন্ধ ছিল।

উল্লেখ্য, বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। এসময় পুলিশের গুলিতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুরো নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।