দেশকে দারিদ্র্যমুক্ত করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত দেশে হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার রাজধানীর বিজয় সরণিতে তোষাখানা জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘গত দশ বছরে অন্তত এইটুকু দাবি করতে পারি আজকে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনমান অনেকটা উন্নত হয়েছে। আমরা চাই আরও উন্নত হোক। কাজেই দারিদ্র্যমুক্ত বাংলাদেশে হিসেবে বাংলাদেশকে গড়ে তুলব সেটাই আমাদের লক্ষ্য।’

‘তাছাড়া দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই’ বলেও জানান তিনি। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের দেওয়া মূল্যবান উপহার সামগ্রী দিয়ে এই জাদুঘর স্থাপন করা হয়েছে। তোষাখানা জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে।