ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন করবেন ধানের শীষে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করলে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতীক ‘ধানের শীষ’ হবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ঐক্যফ্রন্টের যারা নির্বাচন করবেন, সকলেই ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সমনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের প্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলো হলো বিএনপি, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ (জেএসডি) ও নাগরিক ঐক্য।

মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, সরকারের উসকানির কারণে গতকালের ঘটনা ঘটেছে। গতকাল এইচ টি ইমাম বলেছেন এক ঘণ্টার জন্যও নির্বাচন পেছানো যাবে না—এই মন্তব্য নির্বাচন কমিশনের ওপর এক রকম হুমকি। এভাবে হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না।

যত বাধা বিপত্তিই আসুক ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে জানিয়ে এই নেতা বলেন, সরকার চাচ্ছে ঐক্যফ্রন্ট যাতে নির্বাচনে না আসে। তবে যত বাধা বিপত্তিই হোক ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে। তিনি বলেন, ‘আমাদের নির্বাচন পেছানোর দাবি অব্যাহত আছে।’