বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের সময়সূচি

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। বিভাগভিত্তিক চারদিন ধরে চলবে এই সাক্ষাৎকার পর্ব। সাক্ষাৎকারের সময় মহানগর, জেলা, উপজেলার সাধারণ সম্পাদক ও সভাপতিকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সাক্ষাতকার নেয়া হবে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে। শুক্রবার (১৭ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিভাগ অনুযায়ী বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি পাঠকদের জন্য তুলে ধরা হলো:

#১৮ নভেম্বর (রোববার) রংপুর বিভাগ, সকাল ৯টা থেকে বেলা দেড়টা এবং রাজশাহী বিভাগ, বেলা আড়াইটা থেকে।

#১৯ নভেম্বর (সোমবার) বরিশাল বিভাগ, সকাল ৯টা থেকে বেলা দেড়টা এবং খুলনা বিভাগ, বেলা আড়াইটা থেকে।

#২০ নভেম্বর (মঙ্গলবার) চট্টগ্রাম বিভাগ, সকাল ৯টা থেকে বেলা দেড়টা, কুমিল্লা ও সিলেট বিভাগ, বেলা আড়াইটা থেকে।

#২১ নভেম্বর ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ, সকাল ৯টা থেকে বেলা দেড়টা এবং ঢাকা বিভাগ, বেলা আড়াইটা থেকে।