গণতন্ত্র রক্ষার জন্যই আন্দোলনে ঐক্যফ্রন্ট : মির্জা ফখরুল

ক্ষমতা নয়, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার জন্যই জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলন করছে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের সমাবেশে এ কথা বলেন তিনি।

সরকার ইচ্ছেমতো বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে বলেও এ সময় অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমি বিচার ব্যবস্থার স্বাধীনতার জন্যে আপনাদের আন্দোলন করার জন্য আহ্বান জানাব। ওইখানেই নিহিত আছে গণতন্ত্রের স্বাধীনতা। বিচার বিভাগের যদি কোনো স্বাধীনতা না থাকে তাহলে কোথাও কোনো স্বাধীনতা থাকবে না।’

ফখরুল আরও বলেন, ‘এই নির্বাচনে যদি গণতন্ত্রকামী মানুষেরা জয়ী হতে না পারে চিরতরে বিচার ব্যবস্থা চলে যাবে একটা দলের হাতে। গণতন্ত্র চলে যাবে একটা দলের হাতে সেই কথাটি আমাদের সব সময় মনে রাখতে হবে।’