‘সরকার ভাওতাবাজি করেছে,ভাওতাবাজির জন্য তাদের গোল্ড মেডেল দেওয়া উচিৎ’

‘সরকার ভাওতাবাজি করেছে,ভাওতাবাজির জন্য তাদের গোল্ড মেডেল দেওয়া উচিৎ।’ বলেছেন ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন ।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘২০১৪ সালে কোর্টে দাঁড়িয়ে আপনারা কী বলেছিলেন কথাগুলো কি মনে নাই। দ্রুত নির্বাচনের কথা বলে পাঁচ বছর চলে গেল।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সমাবেশে তিনি আজ এসব কথা বলেন ।

জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্তকে জনমত গঠনের কাজে সারাদেশে পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন গণফোরামের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

ড. কামাল বলেন, ‘সময় খুব কম, দেরি করা যাবে না।’

২০১৪ সালের নির্বাচনের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘নির্বাচন হয়েছিল। হাইকোর্ট আমাকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছিল। তারা নির্বাচন বিষয়ে আমার মতামত জানতে চেয়েছিল। আমি বলেছিলাম, বলতে গেলে দুই মিনিটেই বলা যায় কোনো নির্বাচনই হয়নি। সে সময় সরকার বলেছিল, দ্রুত তারা আরেকটি নির্বাচন দেবেন?’

তিনি জোর দিয়ে বলেন, ‘আমি আন্দাজে বলছি না। রেকর্ড আছে। দ্রুত নির্বাচন মানে কি পাঁচ বছর? আমি এটা জানতে চাই।’

ড. কামাল বলেন, ‘পাঁচ বছরে আমরা কোনো গণতন্ত্র দেখতে পাইনি। জনগণের শাসন থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে, গণতন্ত্র থেকে বঞ্চিত করা হয়েছে, সংসদীয় শাসন থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছে।