প্রতি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১৫ জন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গড়ে প্রতি সংসদীয় আসনে ১৫ জন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা। সারা দেশের ৩০০ আসনের মধ্যে পাঁচ দিনে চার হাজার ৫৮০টি ফরম বিক্রি হয়েছে। আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘১২ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে।  শুক্রবার শেষ হয়েছে ফরম বিক্রি।  প্রথম দিনে আট বিভাগ মিলিয়ে মোট এক হাজার ৩২৬টি, দ্বিতীয় দিন এক হাজার ৮৯৬টি, তৃতীয় দিনে ৪৮৮টি, চতুর্থ দিনে ৪০২টি এবং শেষ দিনে ৪৬৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।  অর্থাৎ চার হাজার ৫৮০টি মনোনয়ন ফরম বিক্রি থেকে বিএনপি আয় হয়েছে দুই কোটি ২৯ লাখ টাকা। ’

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের দলের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে মোট চার হাজার ৫৮০টি। জমা এখনো চলছে। অনেকে নিয়েছে তা এখনো সম্পন্ন করতে পারেনি। আজকে সারা দিনই ফরম জমা নিচ্ছি। জমার পরিমাণটা পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাব। বিএনপি মনোনয়ন ফরম বিক্রি করেছে পাঁচ হাজার টাকায়।’