গোপালগঞ্জ ও রংপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ হাসিনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ- ৩ ও রংপুর- ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন দু’টি থেকে লড়তে দলীয় মনোনয়নপত্র পেয়েছেন তিনি।

আজ রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে দলীয় মনোয়নের চিঠি পেয়েছেন। তিনি এই দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার সকাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের চিঠি দেয়া শুরু হয়।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নৌকার টিকিট পেয়েছেন নোয়াখালী-৫ আসন থেকে।

রোববার সকাল থেকে মনোনীত প্রার্থীদের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই চিঠি বিতরণ করছেন।

কাদের বলেন, প্রার্থীদের মধ্যে চিঠি দেয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনও হতে পারে, তবে বেশি পরিবর্তন হবে না। আমরা কোনো কোনো আসনে একাধিক প্রার্থীকেও চিঠি দিয়েছি। লিগ্যাল কিছু ব্যাপার তো আছেই।