৩ আসনে প্রার্থী দেবে গণসংহতি আন্দোলন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলন তিনটি আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনটি আসন হলো-ঢাকা-১২, চট্টগ্রাম-১০ ও পাবনা-১। আজ মঙ্গলবার সকালে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জোনায়েদ সাকি বলেন, ‘ইসি পুনঃগঠিত হয়নি, নিরপেক্ষ সরকার গঠিত হয়নি। তবে নির্বাচন প্রক্রিয়া তো অগ্রসর হচ্ছে। ফলে আমরা যেটা মনে করি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন আমরা করছি। তার জন্য যে দাবিগুলো আমাদের আছে সেই দাবিগুলো নিয়েই কিন্তু আমরা নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছি। কারণ নির্বাচনকে আমরা আন্দোলনের একটা মাধ্যমে কাজে লাগাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে তিনি স্বতন্ত্র প্রতীক নিয়ে ঢাকা-১২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকি দুই প্রার্থী চট্টগ্রামের হাসান মারুফ রুমি ও পাবনার জুলহাসনাইন বাবু জোটভুক্ত দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।’ দলটি থেকে ৩৭ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছিলেন।