দলছুটরা যতই তৎপরতা দেখাক কোনো লাভ হবে না: কাদের

দলছুট ও জনবিচ্ছিন্ন নেতারা যতই বিএনপির সঙ্গে হাত মিলিয়ে অপতৎপরতা চালাক কোনো লাভ হবে না। বিএনপির ভাঙা হাট জমেনি, আর জমবেও না। বললেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কোম্পানীগঞ্জের ইউএনও’র কাছে নিজের মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, সারা দেশে নৌকার জোয়ার বইছে। মানুষ অধীর আগ্রহে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে।

জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির পক্ষ থেকে সিইসির পদত্যাগ দাবির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্ট ও বিএনপির এ দাবির অর্থ হলো তারা নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করতে চায়।

তিনি বলেন, বিএনপির মনোনয়ন প্রদান অনুষ্ঠানে মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের কান্নাই প্রমাণ করে তারা জনবিচ্ছিন্ন। তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়।

তিনি মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, নেতা-কর্মীদের নিয়ে শো-ডাউন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি। কিন্তু ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে এখানে এসেছি। সরকারি কোনো কিছুই ব্যবহার করিনি।