নির্বাচন করছেন না ড. কামাল

নির্বাচন করছেন না জাতীয় ঐক্যফ্রন্টের সংগঠক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

গণফোরামের ১১৩ জন মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও সেই তালিকায় তার নাম নেই।

কামাল হোসেনের পক্ষ থেকে কোনও মনোনয়ন ফরম তোলাও হয়নি, জমাও দেওয়া হচ্ছে না।

আজ বুধবার (২৮ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

বিকাল পাঁচটার মধ্যে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও তা পূরণ করে জমা দেওয়া যাবে।

সরাসরি ছাড়াও এবারই প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ বলেন, ড. কামাল হোসেন চূড়ান্তভাবেই নির্বাচন করছেন না। তিনি প্রার্থিতা করবেন না।

তিনি আরও বলেন, দলের ১১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সে তালিকাতেও উনার নাম রাখা হয়নি।