মনোনয়ন বঞ্চিত চার নেতা থাকবেন নির্বাচন মনিটরিংয়ে: কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, বাহাউদ্দিন নাছিম ও বি. এম. মোজাম্মেল হক। কিন্তু তারা থাকবেন নির্বাচন মনিটরিংয়ের দায়িত্বে। বললেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বিকেলে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল (মঙ্গলবার) তাদের কিছু পরামর্শ দিয়েছেন। আরও কিছু পরামর্শ দেবেন।

তিনি আরও বলেন, ২৩০ জনকে মনোনয়ন দেয়া হয়েছে, এদের মধ্যে নতুন ৪৫ জন। প্রত্যাহার পর্যন্ত কত গিয়ে ঠেকে তা দেখতে হবে।

তিন বাহিনী থেকে দেড়শতাধিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা আওয়ামী লীগে যোগদানের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমার বিষয়টি পজেটিভ দেখছি। তারা তো নির্বাচনে মনোনয়ন চাননি। তারা এমন সময় দলে যোগ দিয়েছেন তখন মনোনয়ন দেওয়া শেষ হয়েছে। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

ওবায়দুল কাদের আরও বলেন, আমি একটা কথা স্পষ্ট বলতে চাই জনবিচ্ছিন্ন দলছুট নেতারা যতই বিএনপির সঙ্গে হাত মেলাচ্ছে ততই বিএনপি আরও জনসমর্থন হারিয়ে ফেলছে।