খায়রুল কবির খোকন কারাগারে

নরসিংদীতে বিস্ফোরক মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক মো. আতাউল্লাহ জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, নরসিংদী মডেল থানায় নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকনসহ ৩৪ জনকে আসামি করে এই মামলা করা হয়। পরে ২৭৩ জনকে আসামি করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

ওই মামলায় আজ খায়রুল কবির খোকন ও জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক মহসীন হোসেন বিদ্যুতের জামিন আবেদন মঞ্জুর করেন। তবে খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে খোকনের বিরুদ্ধে করা দুটি মামলাই গায়েবি ঘটনায় দায়ের করা বলে জেলা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি নেতা খোকন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।