কুষ্টিয়ায় ইনু-হানিফসহ ৩১ জনের প্রার্থিতা বৈধ

কুষ্টিয়ায় জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী বর্তমান এমপি মাহবুব উল আলম হানিফ ও কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনে মহাজোট এর হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ জেলায় মোট ৩১ জনের প্রার্থিতা বৈধ করা হয়েছে। বাতিল হয়েছে ৯টি মনোনয়নপত্র।

আজ রোববার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই করে এ ঘোষণা দেয়া হয়।

কুষ্টিয়ার চারটি আসনের অধীনে জমা পড়া ৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে মোট ৯ জনের প্রার্থিতা বাতিল বা স্থগিত করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় অধিকাংশ প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া ৯ জন প্রার্থীর মধ্যে আছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সাংসদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী আফাজ উদ্দিন।