মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাতিল দাবি করে ইসিতে মেননের আবেদন

মিরজা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাতিল করার জন্য ঢাকা বিভাগীয় বুথে আপিল করেছেন সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

বুধবার নির্বাচন কমিশন দুপুরে রাশেদ খান মেননের পক্ষে আবেদনটি জমা দেন আইনজীবী জিয়াদ আল মালুম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে বৈধতা পেয়েছেন মির্জা আব্বাস। একই আসন থেকে নির্বাচন করবেন রাশেদ খান মেনন।

এসময় আইনজীবী জিয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে মির্জা আব্বাসের প্রার্থিতা বাতিল চেয়ে রাশেদ খান মেননের পক্ষে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছে।

তিনি বলেন, মির্জা আব্বাস হলফনামায় তার স্ত্রী আফরোজা আব্বাস ঋণখেলাপি এটা গোপন করেছেন। এছাড়া মির্জা আব্বাস হলফনামায় লিখেছেন-তার স্ত্রী তার কাছে ৭৩ লাখ টাকার বেশি পাবেন। আবার স্ত্রী লিখেছেন-সে তার স্বামীর কাছে ১ কোটি টাকা পাবেন। এটি বিভ্রান্তিকর তথ্য।