ঐক্যফ্রন্টের বৈঠক স্থগিত, প্রার্থী ঘোষণা চূড়ান্ত

জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় ফ্রন্টের পুরানা পল্টন কার্যালয়ে সমন্বয় কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। পরে তা স্থগিত করা হয়।

এ বিষয়ে ঐক্যফ্রন্টে যোগ দেয়া বিকল্পধারার একাংশের নেতা শাহ আহমেদ বাদল আরটিভি অনলাইনকে বলেন, অনেকে নির্বাচন কমিশন ও বিএনপির গুলশান অফিসে ব্যস্ত থাকায় বৈঠকে আসতে পারেননি। তাই সভা স্থগিত করা হয়েছে। ১১ ডিসেম্বর বিকেল ৩টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা তৈরি করে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে পাঠানো হবে। আজই সেখান থেকে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থিতা ঘোষণা করবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে ইতোমধ্যে ২০৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। বাকি আসনগুলো বিএনপি ছাড়াও ২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্টের জন্য বরাদ্দ রেখেছে।