টুঙ্গিপাড়ার পথে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা

টুঙ্গিপাড়ার পথে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা

প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই শুরু করবেন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামছেন তিনি। আগামীকাল বুধবার ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে তিনি প্রথমে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত করবেন। এরপর স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। বিকালে কোটালীপাড়া আওয়ামী লীগ আয়োজিত উপজেলা সদরে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটালীপাড়ার সভা শেষে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রি যাপন করবেন। ১৩ ডিসেম্বর সড়কপথে ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের অংশ হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একটি অগ্রবর্তী দল আজ দুপুরে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন। দলটিতে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না,   ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন প্রমুখ।