বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে ‘ভিশন- ২০৩০’

প্রধান দুটি রাজনৈতিক পরিবারের শিক্ষাগত যোগ্যতা
প্রধান দুটি রাজনৈতিক পরিবারের শিক্ষাগত যোগ্যতা

বিএনপি আজ (মঙ্গলবার) তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে। বেলা ১১টায় গুলশানে হোটেল লেকশোরে ইশতেহার ঘোষণা করবে দলটি। এর আগে সোমবার বিএনপি নির্বাচনী মিত্র জাতীয় ঐক্যফ্রন্ট ইশতেহার ঘোষণা করে।

বিএনপির ইশতেহার ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি সূত্রে জানা গেছে, এবার ইশতেহারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তরুণ, নারী এবং বয়স্ক নাগরিকদের বিশেষ গুরুত্ব দিয়ে ইশতেহার প্রস্তুত করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানের কথা বলা হয়েছে। এতে সুশাসনের দিকেও বিশেষ নজর দেয়া হয়েছে। মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ‘ভিশন ২০৩০’ এর উপর ভিত্তি করে বিএনপি নিজেদের ইশতেহার প্রণয়ন করেছে।

ইশতেহারে বিএনপি মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রের সম্মানিত নাগরিক হিসেবে ঘোষণা করবে। তাদের ভাতা বৃদ্ধি করাসহ নানা প্রতিশ্রুতিও থাকছে।

ক্ষমতার ভারসাম্য আনতে সংবিধান সংস্কার করে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ, প্রতিহিংসার রাজনীতি না করা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ থাকবে নতুন কিছু চমক থাকবে ইশতেহারে।

বিএনপির ইশতেহারে শিক্ষিত বেকারদের জন্য বিশেষ ঘোষণা আসছে। কোটা সংস্কার এবং নিরাপদ সড়কের আন্দোলনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার এবং তাদের ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি থাকছে।