পচাত্তরের পরে যারাই এসেছে, শুধু নিজেদের ভাগ্য গড়েছে: শেখ হাসিনা

১৯৭৫ সালে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে যারাই অবৈধভাবে ক্ষমতায় এসেছেন, তারা শুধু নিজেদের ভাগ্য গড়েছেন। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে কামরাঙ্গীরচরে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, রাজধানী ঢাকার চারপাশে নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হবে। আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতার কারণে দেশে উন্নয়ন হয়েছে। উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষমতার ধারাবাহিকতা দরকার।

তিনি বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত দিনে বিএনপি-জামায়াত জোট জনগণকে কিছু দিতে পারেনি। তারা শুধু নিতে পারে। আর আওয়ামী লীগ শুধু দিতে জানে।

যে পরিকল্পনা সামনে নেওয়া হয়েছে সে ধারাবাহিকতা রক্ষার জন্য আওয়ামী লীগের ফের ক্ষমতায় আসা দরকার।

এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন আসনগুলোতে মহাজোটের প্রার্থীদের জন্য ভোট চান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পানির সমস্যা নেই, বিদ্যুতের সমস্যা নেই। গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা বিদ্যুৎ দিয়ে যাচ্ছি। কামরাঙ্গীরচর ছিল চরম অবেহেলার। জলাবদ্ধতা ছিল। ঢাকার পাশের ১৭টি ইউনিয়নই আমরা সিটি করপোরেশনে নিয়ে ব্যাপক উন্নয়ন করেছি।