নির্বাচনের দিন অনলাইন মোবাইল ব্যাংকিং বন্ধের প্রস্তাব এইচটি ইমামের

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম বলেছেন, নির্বাচনের দিন, অনলাইন মানি ট্রান্সফার বা মোবাইল ব্যাংকিং বন্ধ করার বিষয়ে কমিশনের কাছে প্রস্তাব করা হয়েছে।

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এইচটি ইমাম বলেন, অর্থের অনেক চালানের মধ্যে একটি ধরা পড়েছে। কালো টাকার প্রভাব ও পেশিশক্তি ব্যবহারের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।

তিনি বলেন, বেশ কয়েকটি এনজিওর বিষয়ে তাদের অবজারভেশন ইসির কাছে তুলে ধরা হয়েছে।

এইচটি ইমাম বলেন, এনজিও পর্যবেক্ষণ ব্যুরো থেকে দেখলাম ১১৯টির মধ্যে ৭৫টির নিবন্ধন নেই। অধিকারের বিষয়ে মামলা আছে, এনজিও ব্যুরো বলছে তাদের নিবন্ধনই নেই। তাদের আচরণ ও কথাবার্তায় তারা বিকৃত তথ্য দিয়ে যেগুলো রীতিমত নির্বাচন কমিশন নয়, রাষ্ট্রের জন্য অপমানজনক।

এনফেলের লোকাল চ্যাপটার অধিকার। এর চেয়ারম্যান আদিলুর রহমানের বিরুদ্ধে মামলাও আছে। এনফেল এবং অধিকার এক ও অদ্বিতীয়।

এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওছার ও ড. সেলিম মাহমুদ প্রমুখ।