ফলাফল যা হোক, মেনে নেবে আওয়ামী লীগ

জয়ের আশাবাদ ব্যক্ত করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল যা-ই হোক, তা মেনে নেয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ। আজ শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।

তিনি বলেন, ‌‌‘দেশের মানুষ রোববার নৌকা মার্কায় ভোট দেবেন। আমরা আশা করছি, ভোটে জিতেই চতুর্থবারের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। এরপরও জনগণ ভোট না দিলে ফলাফল যা-ই হোক আওয়ামী লীগ তা মেনে নেবে।’

আবদুর রহমান বলেন, সামাজিকমাধ্যমে বিএনপি-জামায়াত নির্বাচন থেকে সরে দাঁড়াবে বলে অপপ্রচার চালাচ্ছে। এটা তাদের অপকৌশলও হতে পারে। এ ব্যাপারে গুরুত্ব না দিতে এবং এ ধরনের অপপ্রচার থেকে দূরে থাকতে নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে, অপেক্ষা করতে হবে।’

বিদেশি গণমাধ্যমের খবর এবং সংস্থার জরিপের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘এতে আভাস দেয়া হয়েছে, শেখ হাসিনাই চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন। আমরাও বিশ্বাস করি, নৌকার যে জোয়ার দেশব্যাপী দেখা যাচ্ছে, তাতে বঙ্গবন্ধুকন্যা আবারও প্রধানমন্ত্রী হবেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগে যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।