গায়েবি ভোটে আওয়ামী লীগের জয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে যে নতুন গভর্নমেন্ট তৈরি হবে তা হবে- গভর্নমেন্ট অব দি বিজিবি, বাই দি র‌্যাব অ্যান্ড ফর দি পুলিশ। আওয়ামী নেতারা এখন গণমাধ্যম নিয়ন্ত্রণে নিয়ে চাপাবাজি ও গলাবাজির জোরে ভোট নিয়ে মহা-জালিয়াতির ঘটনা আড়াল করতে চাচ্ছে। কিন্তু দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে কিছুই এড়ায়নি।

বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

রিজভী অভিযোগ করে বলেন, ‘মিথ্যা জয়ের জন্য ভোট জালিয়াতি করতে আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে পানির মতো টাকা খরচ করা হয়েছে। তারাই একতরফা নির্বাচনের মুখ্য উপাদান হিসাবে কাজ করেছে। বাংলাদেশে আর গণতন্ত্রের গৌরবোজ্জ্বল যুগ সৃষ্টি হলো না। শেখ হাসিনার দল মানুষের ভোটে নয়, জিতেছে গায়েবি ভোটে।’

রিজভী বলেন, ‘৩০ ডিসেম্বরের নির্বাচন ১৯৭৩ সালের নির্বাচনের চাইতেও কুৎসিত। ৩০ ডিসেম্বরের নির্বাচনের পর দেশ আরও একধাপ তমসাচ্ছন্ন বর্বর যুগে প্রবেশ করলো। নির্বাচনের নামে নিষ্ঠুর রসিকতা করে এখন জনপদের পর জনপদে ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকদের ওপর চলছে পৈশাচিক বর্বরতা। ভেঙে ফেলা হচ্ছে নিরীহ মানুষের ঘর-বাড়ি, দোকান, বাজার। সেগুলিতে অগ্নিসংযোগ করা হচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীদের ঘর ছাড়া, এলাকা ছাড়া, গ্রেপ্তারের রীতিমতো হিড়িক শুরু হয়েছে।’