ইসিতে আজ স্মারকলিপি দেবে ঐক্যফ্রন্ট

একাদশ জাতীয় নির্বাচনে এলাকাভিত্তিক নানা অনিয়মের তথ্য নিয়ে স্মারকলিপি দিতে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সকল প্রার্থী আজ নির্বাচন কমিশনে যাবেন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় যাওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার বিকেলে দলের পক্ষ থেকে গুলশান কার্যালয়ের একজন কর্মকর্তা নির্বাচন কমিশনে চিঠিটি পৌঁছে দিয়েছেন বলে
জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

নির্বাচন কমিশনে দেয়া ওই চিঠিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানান।

চিঠিতে মির্জা ফখরুল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের একযোগে স্মারকলিপি দাখিল প্রসঙ্গে সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সীমাহীন অনিয়ম, কারচুপি, মামলা, গ্রেপ্তার, ভয়-ভীতি প্রদর্শন, আওয়ামী লীগের সন্ত্রাস, প্রার্থীদের আটক ও প্রার্থিতা বাতিল বিষয়ে নির্বাচনী এলাকাভিত্তিক তথ্য উপাত্তসহ একটি স্মারকলিপি দাখিলের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীগণ একযোগে ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৩টায় নির্বাচন কমিশনে উপস্থিত হবেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।