ঐক্যফ্রন্টের প্রতি মাহির আহ্বান

জাতীয় ঐক্যফ্রন্টকে যতদ্রুত সম্ভব শপথ নেয়ার আহ্বান জানিয়ে বিকল্পধারার সংসদ সদস্য মাহি বি চৌধুরী বলেছেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে জনগণের ভোটের প্রতি সম্মান জানানো হবে। অন্যথায় জনগণের সঙ্গে প্রতারণা করা হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে শপথ গ্রহণের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

মাহি বি চৌধুরী বলেন, ‘তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমরা সংসদে তরুণদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন বিষয়গুলোর উপর প্রাধান্য দিয়ে আইন প্রণয়নের কাজ করবো।’

এর আগে সংসদে প্রথমে শপথ নেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর তিনি শেখ হাসিনাসহ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। পরে শপথ নেন জাতীয় পার্টি-বিকল্পধারাসহ মহাজোটের শরিক দলগুলোর এমপিরা। শপথের পর সংসদ সচিবালয়ে সিনিয়র সচিবের রুমে শপথ বইতে স্বাক্ষর করেন এমপিরা।