নোয়াখালী গণধর্ষণ: ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দলসহ কয়েকটি সংগঠন।

শনিবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম পৃথকভাবে মানববন্ধনে এ দাবি করেছে।

মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ধানের শীষে ভোট দেওয়ায় আওয়ামী সন্ত্রাসীরা একজন গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেছে। এটা জাতির জন্য লজ্জাজনক। অবিলম্বে এদের শাস্তির দাবি জানান। এসময় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ সংগঠনটির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে পৃথক মানববন্ধনে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো বলেন, গত ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচন হয়েছে। ওই দিন নৌকা মার্কায় ভোট না দেওয়ায় সূবর্ণচরের এক গৃহবধূকে গণধর্ষণ করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে নারীর উপর নিষ্ঠুর নির্যাতন করা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা জানাই। এসময় তারা ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক শম্পা বসুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।