ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের উদ্বেগ নিরসন করা হবে: তথ্যমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনসহ যেকোনো আইন নিয়ে গণমাধ্যম কর্মীদের উদ্বেগ নিরসনে কাজ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বলুন বা অন্যান্য আইন বলুন, যেকোনো আইনের প্রেক্ষিতে সাংবাদিক সমাজের যে উদ্বেগ আছে, সেই উদ্বেগ নিরসন করার লক্ষ্যে আমি কাজ করব। এ ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই।’

ওয়েজবোর্ডের আওতায় টেলিভিশন অন্তর্ভুক্ত করার কথা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বর্তমানে ওয়েজবোর্ডের আওতায় টেলিভিশন নাই। আমি গতকালও বলেছি, টেলিভিশন সাংবাদিকতাও সেখানে আসা দরকার। ইলেকট্রনিক মিডিয়াকেও ওয়েজবোর্ডের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তীতে এটি নিয়ে আমরা কাজ করব।’

ওয়েজবোর্ড বাস্তবায়ন করবে এমন ঘোষণা দিয়ে কেউ তা না করে থাকলে সেটিও তদারক করা হবে বলে জানান তথ্যমন্ত্রী।

অনলাইন পত্রিকা ও অনলাইন টেলিভিশন পরিচালনার জন্য রেজিস্ট্রেশন ও নীতিমালা তৈরির কাজ শুরু হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আইন ও নীতিমালার আওতায় আনা হলে ভুঁইফোড় অনলাইন ও অনলাইন টিভি বন্ধ হয়ে যাবে।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন প্রমুখ।