সেবা না দিলে চিকিৎসকদেরও ওএসডি করা হবে: প্রধানমন্ত্রী

চিকিৎসকদের দুই বছর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। এর মধ্যে এক বছর মেডিকেল কলেজে, অন্যবছর থাকতে হবে উপজেলা পর্যায়ের হাসপাতালে। আগামীতে বায়োমেট্রিক পদ্ধতিতে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করা হবে।

বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে হবে। ঠিকমতো সেবা না দিলে চিকিৎসকদেরও ওএসডি করা হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে এসে এসব কথা বলেন। রোববার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।

এসময় তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান কার্যক্রম ও অগ্রগতি প্রধানমন্ত্রী তদারকি করেন। এছাড়া মন্ত্রণালয়ের একশ দিনের পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যসেবা গুরুত্ব পেয়েছে। ইশতেহার বাস্তবায়নেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।