বিকেলে জরুরি বৈঠকে বসছেন ঐক্যফ্রন্ট নেতারা

চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে সামনে রেখে ও পরবর্তী কর্মসূচি ঠিক করতে বিকেলে জরুরি বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড.কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা তাঁতী দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু পলিটিক্স নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বুধবার বিকেলে মতিঝিলের আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট ১০০ ভাগ ঐক্যবদ্ধ আছে। ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্য অর্জন করা সম্ভব। জাতীয় ঐক্যফ্রন্ট তো ১০০ ভাগ ঐক্যবদ্ধ আছে। আমাদের ঐক্য তো ১৬ কোটি মানুষকে নিয়ে।’