একটা সার্থক-গ্রহণযোগ্য নির্বাচন করেছেন : সিইসি

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করায় নির্বাচন কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘কয়েকদিন আগেই আপনারা একটা সুন্দর নির্বাচন করেছেন, একটা সার্থক নির্বাচন করেছেন, গ্রহণযোগ্য নির্বাচন করেছেন, একটি সরকার প্রতিষ্ঠার কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন।’

আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সিইসি এসব কথা  বলেন।

একাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘অনেক পরিশ্রম করে, প্রতিকূলতার মধ্যে, সমালোচনার মধ্যে এবং নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যে আপনারা নির্বাচনের উত্তরণ ঘটিয়েছেন এবং তার জন্য দেশ পরিচালনার জন্য একটা স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। সে কারণে আপনাদের ধন্যবাদ। আবার নতুন করে রাজধানী শহর ঢাকার নির্বাচনের দায়িত্ব আপনারা পালন করছেন। তার গতির ধারা অব্যাহত থাকবে সেটাই আমি প্রত্যাশা করতে পারি।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও ঢাকার দুই সিটির নবগঠিত ৩৬ ওয়ার্ডের  কাউন্সিলর পদে নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, ‘জাতিকে যেভাবে নির্বাচন উপহার দিয়েছেন আপনারা, যেগুলো আপনারা করেছেন নিষ্ঠার সাথে ঠিক সেভাবে গুরুত্ব দিয়ে এ নির্বাচন পরিচালনা করতে হবে। কারণ হলো এর মেয়াদ যত স্বল্পই থাক না কেন এর গুরুত্ব অপরিসীম।’