খালেদা জিয়াসহ ১৮ নেতার মুক্তি চাইল বিএনপি

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সুনির্দিষ্ট করে দলটির ১৮ জন নেতার মুক্তি দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

খালেদা জিয়াসহ রিজভী যাদের মুক্তি দাবি করেন তারা হলেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু।

যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, মামুনুর রশিদ মামুন, শেখ মোহাম্মদ শামীম, শেরপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলী, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাশেম বকর, শরীয়তপুরের ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু এবং মাগুরার ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন।

এছাড়াও সংবাদ সম্মেলনে রিজভী দেশব্যাপী আটক বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।