তার জেলে থাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই : কাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয় আইনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তার জেলে থাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।’

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন। খালেদা জিয়াকে এক বছরেও আইনি প্রক্রিয়ায় মুক্ত করতে বিএনপি ব্যর্থ বলেও জানান তিনি।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শোনেন এটা একটাই যেভাবে, এখানে ত ছাত্রলীগের এক। এখানে আরও বিভিন্ন  ছাত্র সংগঠন আছে। অন্যান্য ছাত্র সংগঠনও নিশ্চয়, আমাদের প্রতিপক্ষ যারা তারাও ত একটা অ্যালায়েন্স যদি করতে যায়। এখানেও আমাদের অ্যালায়েন্সের কথাও ভাবতে হবে। এখন সমীকরণটা হবে মেরুকরণটা কিভাবে হচ্ছে।’

তিনি বলেন, ‘ছাত্র রাজনীতিতে ডাকসু নির্বাচনকে সামনে রেখে যে মেরুকরণ হবে, মেরুকরণ অনুযায়ী সমীকরণ হবে। আমরা ঠিক সেভাবেই চিন্তা ভাবনা করব। এখন আমরা দেখি যে কারা কারা পোলারাইজেশন হচ্ছে, কারা কারা অ্যালায়েন্সে এখানে হচ্ছে। সেভাবে পোলারাইজেশন অনুযায়ী সে অ্যালায়েন্স হবে। সেভাবে পোলারাইজেশন অনুযায়ী যে অ্যালায়েন্স প্রতিপক্ষের বিষয়টি মাথায় রেখেই দলের ইমপর্টেন্ট লিডারকে প্রাধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দায়িত্ব দিয়েছি।’