অনুমোদিত ৩টি ব্যাংক সম্পর্কে তেমন কিছু জানেন না অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অনুমোদন পাওয়া তিনটি ব্যাংক সম্পর্কে তিনি তেমন কিছু জানেন না। এ সম্পর্কে জানার জন্য বাংলাদেশ ব্যাংকের সহায়তা নেবেন।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আরও বলেন, দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজনে অবশ্যই একীভূত করা হবে। খেলাপি ঋণ কীভাবে কমানো সে রাস্তা খোঁজা হচ্ছে। ব্যাংকের সংখ্যা কত সেটা কোন বিষয় নয়। বরং মানুষ সেবা পাচ্ছে কিনা, এত ব্যাংকের প্রয়োজন আছে কি না – সেটাই মুখ্য বিষয় বলে জানান তিনি।

এ সময় ব্যাংকগুলোর বিশেষ অডিট (নিরীক্ষা) করার কথাও বলেন অর্থমন্ত্রী।।