শাজাহান খানকে নিয়ে কমিটি ‘হাস্যকর’ : রিজভী

‘সড়ক পরিবহন ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ’ জাতীয় কমিটিতে সাবেক মন্ত্রী শাজাহান খানকে আহ্বায়ক করে যে কমিটি গঠন করা হয়েছে তা রীতিমতো হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘‌এই শ্রমিক নেতার কারণেই সড়কে যত প্রাণহানি ও বিশৃঙ্খলা ঘটেছে। যখনই সড়কের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা নিয়ে আন্দোলন হয়েছে, তখনই এই শাজাহান খানরা’ই বাধার সৃষ্টি করেছে। মূলত সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির জন্য এই নেতাই অনেকাংশে দায়ী। কাজেই তাকে আহ্বায়ক করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে যে কমিটি গঠিত হয়েছে, তা জাতির সঙ্গে তামাশামাত্র।’

তিনি আরও বলেন, ‘সড়কে বিশৃঙ্খলা এবং মর্মান্তিক দুর্ঘটনার কত যে পুনরাবৃত্তি হবে তা বলাই বাহুল্য। জনগণের নিকট যখন জবাবদিহিতা থাকে না তখন জনদূর্ভোগ সৃষ্টিকারীরাই সর্বত্রই বেআইনি কর্তৃত্ব করে। তাদের দ্বারা জনগণ ক্রমাগত প্রতারিত হতে থাকে। মিড নাইট নির্বাচনের পর এটি জনগণের সাথে আরেকটি শ্রেষ্ঠ প্রহসন।’

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের কর্মসূচি নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা নতুন তিনটি ব্যাংকের অনুমোদনের বিষয়টি নিয়ে সরকারের সমালোচনা করেন। পাশাপাশি ব্যাংক অনুমোদনে অর্থমন্ত্রীর অবগত না থাকার বিষয়টি হাস্যকর বলে উল্লেখ করেন তিনি।