অঙ্গীকার ভঙ্গ করেছেন মনসুর, ব্যবস্থা নেবে গণফোরাম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে জোটের অঙ্গীকার ভঙ্গ করেছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ঘটনায় দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার প্রতিক্রিয়ায় আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, ‘আমি শুধু এটুকু বলবো, রাজনীতিতে অঙ্গীকার ভঙ্গকারী ছলনাময়ীরা মানুষের কাছে গণশত্রুতে পরিণত হবে। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

এই নিয়ে বিকেল ৪টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে গণফোরাম। দলটির মতিঝিল কার্যালয়ে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু এ সংবাদ সম্মেলন করবেন।

যদিও এর আগে মন্টু বলেছিলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ গ্রহণ করলে দল সুলতানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

গণফোরামের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সুলতানকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি তার এমপি পদের বৈধতা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।