কৃত্রিম লাইন তৈরি করে বাধা দিচ্ছে ছাত্রলীগ: ছাত্রদলের ভিপি প্রার্থী

ছাত্রলীগ কৃত্রিম লাইন তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে বাধা দিচ্ছে অভিযোগ করেছেন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী মেস্তাফিজুর রহমান।

সোমবার (১১ মার্চ) সকালে হাজী মোহাম্মদ মহসিন হলের ভোট কেন্দ্রের পরিস্থিতি দেখতে এসে তিনি এ অভিযোগ করেন।

নির্বাচনের পুরো পরিবেশ ছাত্রলীগের নিয়ন্ত্রণে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন প্রার্থীকে কেন্দ্রে ঢুকতে বাধা দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। গেটগুলোর নিয়ন্ত্রণ পুরোটা প্রশাসনের হওয়ার কথা থাকলেও আমরা দেখছি পুরো নির্বাচনের পরিবেশ ছাত্রলীগের নিয়ন্ত্রণে।’

ভিপি প্রার্থী মেস্তাফিজুর বলেন, ‘আমি এফ রহমান হলে গিয়েছিলাম, এখন মহসিন হলে আসছি। একই ধরনের পরিস্থিতি। ভোট কেন্দ্রে কৃত্রিম একটি লাইন তৈরি করে রাখা হয়েছে। লাইনে যারা দাঁড়িয়েছেন তারা অন্য ভোটারদের লাইনে প্রবেশ করতে দিচ্ছেন না।’