গ্যাসের দাম বাড়লে আন্দোলনের হুঁশিয়ারি গণফোরামের

গণ ফোরাম

ব্যবসায়ীদের মুনাফার স্বার্থে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ করা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন গণফোরাম। দলটির তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির মাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।

তারা বলেন, গণশুনানির নামে প্রতারণা ও এলএনজি ব্যবসায়ীদের মুনাফার স্বার্থে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ করা না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

গ্যাসের মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক আখ্যা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে, উৎপাদন ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এ ছাড়া শিল্পকারখানা ও পরিবহন ব্যবস্থা হুমকির মুখে পড়বে।