শিল্পের বিকাশে বড় বাধা ব্যাংক ঋণের জটিলতা : প্রধানমন্ত্রী

ব্যাংক ঋণের জটিলতাই শিল্পের বিকাশের জন্য বড় বাধা বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্পমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিল্পের বিকাশে ব্যাংক ঋণ বড় জটিলতার কারণ। ব্যাংক ঋণে সুদের হার কেন কমানো হচ্ছে না, তা খতিয়ে দেখা হবে।’

টেকসই শিল্পখাতের বিকাশে শিল্প উদ্যোক্তাসহ দেশি-বিদেশি ব্যবসায়ী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশে এই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে জাতীয় শিল্পমেলার।

এ সময় শিল্পখাতকে বহুমুখীকরণ করার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘সময়মতো ঋণ পরিশোধ করাও শিল্প উদ্যোক্তাদের দায়িত্ব।’

শিল্পখাতকে দেশের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবেও মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘একসময়ের কৃষিপ্রধান এই বাংলাদেশ আজ বিশ্বায়নের ধারায় ক্রমেই সমৃদ্ধ হচ্ছে শিল্পখাতের নানামাত্রিক প্রসারে ‘

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে শিল্পখাতের অবদান গিয়ে ঠেকেছে ৩৩ দশমিক ৭১ শতাংশে। লক্ষ্য রয়েছে ২০২১ সালের মধ্যে এই ধারা উন্নীত করা হবে ৪০ শতাংশে।’

শিল্পকে বহুমূখীকরণের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘উদ্যোক্তাদের মনোযোগী হতে হবে পরিবেশ রক্ষা কার্যক্রমেও। থাকতে হবে বর্জ্য ব্যবস্থাপনা।’