দুর্নীতিবাজ-অপরাধীদের নিয়ে সুবর্ণজয়ন্তী নয় :নৌ-প্রতিমন্ত্রী

কোনো দুর্নীতিবাজ ও অপরাধীকে সঙ্গে নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ১৪ দল আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদার বক্তব্যের পরিপ্রেক্ষিতে একথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নাজমুল হুদা সাহেব স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটিতে সকলকে রাখার কথা বলেছেন। কিন্তু আমি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলতে চাই, কোনো দুর্নীতিবাজ, কোনো অপরাধীকে নিয়ে এটা উদযাপন করা হবে না। আপরাধী যারা জেলে আছে, তারা যদি নিজেদেরকে সংশোধন করতে পারে তাহলে রাজনীতির মূলধারায় ফিরে আসতে পারে, তার আগে নয়।’

‘দেশের সবাই এখন আওয়ামী লীগ’ মোহাম্মদ নাসিমের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘পুরো বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় আওয়ামী লীগের আদর্শ ধারণ করুক এটা আমরাও চাই। কিন্তু মনে রাখতে হবে, জয় বাংলা শ্লোগান দিয়ে অতীতের অপকর্ম করা যাবে না।’

নিরাপদ সড়কের বিষয়ে খালিদ চৌধুরী বলেন, ‘দেশের রাজনীতিতে লেভেই প্লেয়িং ফিল্ড নেই, এই চাপটা পরিবহন সেক্টরেও পড়েছে। আজকে একটা সড়ক দুর্ঘটনা হলে সবাই শুধু বর্তমান নিয়েই কথা বলেন, কিন্তু কিভাবে আজকের এই অবস্থা তৈরি হয়েছে সেটা কেউ বলেন না।’