ফখরুলের শপথ না নেয়া অপকৌশল: হানিফ

মাহবুব উল আলম হানিফ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ না নেয়াকে রাজনৈতিক অপকৌশল হিসেবে দেখছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেছেন, ‘বিএনপি থেকে নির্বাচিত ৬ জনের মধ্যে ৫ জন শপথ নিলেন। মির্জা ফখরুল সাহেব শপথ নিলেন না, এটা কোনো রাজনৈতিক কৌশল নয়। এটা অপকৌশল।’

বুধবার (১ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘মহান মে দিবস’ উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপি এখন রাজনীতির অপকৌশল করে নিজেদের ভাঙনের জন্য অপেক্ষা করছে। বিএনপির রাজনীতি শুভ নয়, জনগণের পক্ষে নয়। জনগণ ছাড়া পথ চলা যায় না। জনগণের রাজনীতি না করলে বিএনপি এমনিই ভেঙে যাবে। কারণ জনগণই যদি না থাকে দলও থাকবে না।’

শ্রমিকদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘দেশ উন্নত হলে শ্রমিকের ভাগ্যের উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজটিই করছেন। দেশের উন্নয়নে সহযোগিতা করলে শ্রমিক, কৃষকসহ আমাদের সর্বস্তরের মানুষের কাজের মান বাড়বে।’

দেশের উন্নয়নের ধারা রোধ করতে একটি মহল এখনো তৎপর বলে যোগ করেন হানিফ।

জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।