বিএনপির আন্দোলনের শপথ বাস্তবে নয়, মুখে মুখে: কাদের

বিএনপির আন্দোলন শপথের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলনের শপথ শুধু মুখে মুখেই শুনেছি, বাস্তবে কোনোদিন দেখিনি। আন্দোলনের শপথ শুধু মুখে নিলে হবে না। সেই আন্দোলনের শপথ আদৌ সত্যি হবে কিনা সেটাই দেখার অপেক্ষায় রইলাম।’

বৃহস্পতিবার (৩০মে) তেজগাঁওস্থ সড়ক ভবনে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক-মহাসড়কে প্রস্তুতিবিষয়ক জরুরি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির সামনে দাঁড়িয়ে আন্দোলনের শপথ নিয়েছেন- এমন কথা এর আগেও বহুবার শুনেছি। আমি বিএনপি নেতাদের কাছে জানতে চাই- কিভাবে আন্দোলন করে আপনারা খালেদা জিয়াকে মুক্ত করবেন? রাজনৈতিক আন্দোলন করলে আমরাও রাজনৈতিকভাবেই মোকাবিলা করবো। আর বেগম জিয়ার ব্যাপারটি আমরা মনে করি লিগ্যাল মেটার। বিএনপি লিগ্যালি তাঁকে মুক্ত করে আনার শপথ নিতে পারে। এখানে আমাদের আপত্তি থাকার কথা নয়।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘দেশের জনগণ শাসনকে দুঃশাসন হিসেবে ভাবছে না। বিরোধী দল বিএনপি নেতাকর্মীদের চাঙা করতে চিরাচরিত এই বক্তব্য দিয়ে আসছে।’

কাদের বলেন, ‘বিএনপি নেতারা বলেছেন আন্দোলন করে শিরদাঁড়া উঁচু করে দুঃশাসনের পতন ঘটাবেন। শিরদাঁড়া উঁচু করতে হলে নেতৃত্বে সমন্বয় থাকতে হবে। তাদের নেতৃত্বের একদিকে সেক্রেটারি জেনারেল সংসদে যোগ না দিয়ে আসনটি শূন্য ঘোষণা করেন। অন্যদিকে ওই আসনে উপনির্বাচনে নতুন কাউকে মনোনয়ন দেয়। একদিকে সরকারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, সরকারকে মানে না বলছে, অন্যদিকে আবার পার্লামেন্টে যোগদান না করার শপথ করেও তা বহাল রাখতে পারেননি। ঠিকই পার্লামেন্টে যোগদান করেছে।’

তিনি বলেন, ‘বিএনপি আবার সংরক্ষিত মহিলা আসেন মনোনয়ন দিলেন। তাহলে ফখরুল সাহেবের সরে দাঁড়ানো কোন ধরনের শিরদাঁড়া উচু করা। আন্দোলন করতে হলে নিজেদের কাজের মধ্যে সমন্বয় করতে হবে। তারা নিজেদের নেতৃত্বের মধ্যে ডিভাইডেট। দ্বিচারিতার মধ্যে তারা শিরদাঁড়া উঁচু করবে কেমনে?’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘উনি (খালেদা জিয়া) জেলে আছেন। দেশের একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর স্বাস্থ্য নিয়ে কোনও বিরুপ মন্তব্য করতে চাই না। উনার স্বাস্থ্য নিয়ে বিএনপি নেতারা রাজনীতি করছে।  বিএনপিকে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে নেগেটিভ রাজনীতি বন্ধ করতে হবে। খালেদা জিয়াকে নিয়ে আন্দোলন করতে পারেনি বলে তাদের ব্যর্থতা ঢাকতেই বিএনপি নেতারা এসব কথাবার্তা বলছে।’