ঐক্যফ্রন্টের ‘অবস্থা’ দেখে করুণা হয় হাছানের

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে ঐক্য নেই মন্তব্য করে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ঐক্যফ্রন্টের অনেক নেতা ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা দিয়েছে। ঐক্যফ্রন্টের অবস্থা দেখে হাসি পায়, করুণা হয়। ড. কামাল হোসেনের ঐক্য ধরে রাখতে হিমশিম খাচ্ছেন।’

সোমবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন। এদিন সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। দেশের মানুষ স্বস্তির সঙ্গে উৎসবমুখর পরিবেশে ঈদ পালন করেছে বলে মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির কাছ থেকে শিষ্টাচার শিখতে হবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উচিত তার চেয়ারপারসন খালেদা জিয়াকে শিষ্টাচার শেখানো।’

তারেক রহমান প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘তারেক রহমান একজন সাজাপ্রাপ্ত আসামি। তার সাজা কার্যকর করা সরকারের দায়িত্ব।’

শপথ নেয়ার পর সংরক্ষিত নারী আসনে বিএনপির নেত্রী রুমিন ফারহানা বর্তমান সংসদকে অবৈধ বলে অভিহিত করা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘সংসদকে অবৈধ বলার মাধ্যমে রুমিন নিজেও নিজেকে অবৈধ বলেছেন।’