প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা

প্রথম বারের মতো জাতীয় সংসদে বাজেট উপস্থান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী বাজেট উপস্থাপন করেননি।

বাজেট বক্তৃতার সময় পাঁচ মিনিটের ব্রেক নিয়ে চোখে ড্রপ দেন অর্থমন্ত্রী। তারপরও সুস্থবোধ না করায় প্রধানমন্ত্রীকে বাজেট উপস্থাপনের অনুরোধ করেন। অর্থমন্ত্রীর অসুস্থতার কারণে স্পিকারের অনুমতি নিয়ে বিকেল ৪টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী বাজেট উপস্থাপন শুরু করেন। প্রধানমন্ত্রীর বাজেট উত্থাপন শেষ হয় পৌনে ৫টার দিকে।

এর আগে বাজেট ঘোষণা করতে আজ বৃহস্পতিবার দুপুর ১টা ২১ মিনিটের দিকে সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী। ডান পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আরেকজনের হাত ধরে গাড়ি থেকে নেমে সংসদে প্রবেশ করেন তিনি। এ সময় তাকে অসুস্থ মনে হয়।

এরও আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কয়েক দিন জ্বরে ভোগার পর গত মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার অ্যাপোলো হাসপাতালে যান ৭২ বছর বয়সী মুস্তফা কামাল। পরে চিকিৎসকের পরামর্শে রাতে হাসপাতালেই থেকে যান।