সক্ষমতা ও সাহস থাকলে বিএনপি আন্দোলন করে দেখাক

বিএনপির বারবার আন্দোলনের হুমকির কোনো বাস্তবতা দেখা যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির গণতন্ত্রের ধারণা স্ব-বিরোধিতায় পরিপূর্ণ, আন্দোলন করবে কি করে? আন্দোলন করে তারা খালেদা জিয়াকে মুক্ত করুক। এখানে আমাদের কোনো বিষয় নেই।’

তিনি আরও বলেন, ‘তারা আন্দোলন করবে একথা তো তারা বারবারই বলে বেড়াচ্ছে। এখনও সেই পুরোনো কথার পুনরাবৃত্তি আমরা শুনতে পাচ্ছি। তাদের যদি সেই সক্ষমতা থাকে, সাহস থাকে তাহলে আন্দোলন করে দেখাক।’

এ সময় দুর্নীতির ধারা অব্যাহত রাখার জন্যই বিএনপি তাদের গঠনতন্ত্র পরিবর্তন করেছে বলেও অভিযোগ করেন সেতুমন্ত্রী।

শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে সেতুমন্ত্রী বলেন, উৎসবমুখর পরিবেশে মাসব্যাপী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।