স্বাধীনতার ৫০ বছর উদযাপনে উদ্বোধন হবে উড়াল মেট্টোরেল : কাদের

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপানে অর্থ্যাৎ ২০২১ সালের ১৬ ডিসেম্বর তারিখে বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্টোরেলের সম্পূর্ণ অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বাজেট অধিবেশনে উত্থাপিত প্রশ্নোত্তর সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) এম আবদুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সমীক্ষা ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিবেদন অনুযায়ী যানবাহনের তুলনায় জনসংখ্যার আধিক্য, অপর্যাপ্ত সড়ক সুবিধা ও মিশ্র যানবাহনের কারণে ঢাকা মহানগরীতে যানজট সৃষ্টি হয়ে যাতায়াতে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। এতে জ্বালানি খরচ বৃদ্ধি পেয়ে ও কর্মঘণ্টা নষ্ট হয়ে আর্থিক ক্ষতি হচ্ছে। রাজধানী ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্টোরেল সমন্বয়ে একটি শক্তিশালী নেটওর্য়াক গড়ে তোলার নিমিত্ত সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘কর্মপরিকল্পনা অনুসরণে প্রায় ২২ হাজার কোটি টাকা প্রাক্কলিক ব্যয়ে উত্তরা তৃতীয় পর্ব হতে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ১৬ স্টেশন বিশিষ্ট উভয়দিকে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনে সক্ষম আধুনিক, সময় সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও বিদ্যুৎ চালিত ম্যাস র‌্যাপিড ট্রান্সজিট (এমআরটি) নির্মাণের লক্ষ্যে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) বা বাংলাদেশের প্রথম উড়াল মেট্টোরেল নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। গত ৩১ মে পর্যন্ত এ প্রকল্পের গড় অগ্রগতি ২৪.৬৯ শতাংশ। প্রথম পর্যায়ের নিমার্ণের উত্তরা তৃতীয় পর্ব হতে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৪০.৫৮ শতাংশ। ইতিমধ্যে পাঁচ কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে। স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে এ প্রকল্পের প্রথম উড়ল মেট্টোরেলের উদ্বোধন করার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘২০০৯-১৮ সাল পর্যন্ত গত নয় বছরে বিআরটিসির অপারেটিং লাভ হয়েছে ৭.০৮ লাখ টাকা। বর্তমানে এ সংস্থায় বাস ও ট্রাকের সংখ্যা এক হাজার ৮৮৩টি। তন্মধ্যে এক হাজার ৫৪৪ টি বাস ও ট্রাক ৩৩৯টি।